চরভদ্রাসনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  • চরভদ্রাসন প্রতিনিধি
  • বুধবার, ১৫ জুলাই ২০২০ ০৯:২২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে রুবি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীর হোসেন খান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে রুবি তার বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে বিষধর সাপ রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) ছোবল দেয়। 

পরে গুরুতর অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবি বেগম (৪৭) উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর গ্রামের শেখ নুরুর স্ত্রী। 

এদিকে চিকিৎসার সুবিধার্থে কি ধরনের সাপ ছোবল দিয়েছে তা নিশ্চিত করতে স্থানীয়রা তিন ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপারটি ধরে হাসপাতেলে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই রুবি বেগম মারা যান বলে জানান পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, চরভদ্রাসনের বিস্তির্ণ চরে কয়েক বছর যাবত বিলুপ্ত প্রায় এই বিষধর রাসেল ভাইপারের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত অনেক মানুষ এ সাপের ছোবলে মৃত্যুবরণ করেছেন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য