তালায় মাছচাষীদের দুটি সমিতিকে পিকাপ ক্রয়ের চেক হস্তান্তর

  • সাতক্ষীরা, প্রতিনিধি
  • সোমবার, ২৯ জুন ২০২০ ১০:২১:০০
  • কপি লিঙ্ক

তালা উপজেলা মৎস্য অফিসের অধিনে মাছচাষীদের দুটি সিআইজি সমিতির উন্নয়নে পিকাপ ক্রয়ের জন্য ৭লক্ষ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে তালা উপজেলা মৎস্য অফিস কক্ষে, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী উপকারভোগী সমিতি দুটি র সভাপতির হাতে চেক তুলে দেন। 

এসময় তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, দপ্তর সম্পাদক এম.এ. জাফর, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. রফিজ উদ্দীন, শ্রীমন্তকাটি সিআইজি মৎস্য সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বালিয়া সিআইজি মৎস্য সমিতির সভাপতি আব্দুল মজিদ মোড়ল সহ মৎস্য অফিসের কর্মকর্তা এবং উপকারভোগী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খঁ বাবলী’র ঐকান্তিক প্রচেষ্টায় খুব দ্রুততার সাথে সমিতি দুটি পিকার ক্রয়ে সরকারি সহায়তার টাকা পেয়েছে। এছাড়া অন্য একাধিক সমিতি অনুরুপ ভাবে বিভিন্ন সহযোগীতা পাবে বলে সূত্রে জানাগেছে।

তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী জানান, এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড (এআইএফ)-২ এর মাধ্যমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় তালার বালিয়া সিআইজি মৎস্য সমিতি লি. এবং শ্রীমন্তকাঠি সিআইজি মৎস্য সমিতি লি. এর মাঝে ৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা হারে চেক প্রদান করা হয়। এই টাকার সাথে নিজস্ব তহবিল থেকে আরো টাকা নিয়ে সমিতির সদস্যরা পিকাপ ক্রয় করবে। মাছ চাষের পাশাপাাশি পিকাপ থেকে আয়ের অর্থ দিয়ে সমিতির সদস্যরা আর্থিক ভাবে স্বাবলম্বী হবে বলে মৎস্য অফিসার আশাবাদ প্রকাশ করেন।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য