গাইবান্ধায় সড়ক অবরোধ করে ত্রানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ০৪:৫৫:০০
  • কপি লিঙ্ক

লকডাউন ভেঙে গাইবান্ধায় সড়ক অবরোধ করে দিনমজুরদের বিক্ষোভ ত্রাণ না পাওয়ায় - রোববার (২৬ এপ্রিল) বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা  কুপতলা ইউনিয়নের ৭৫ নং রেল গেট এর সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কর্মহীন দিনমজুররা।

সদর উপজেলার কুতলা ইউনিয়নের ২নং ও ৩ নং ওয়ার্ডের ৩ শতাধিক নারী-পুরুষের এ বিক্ষোভের সময় সড়কের দুই পাশে জরুরী পরিবহন সেবায় নিয়োাজিত ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে।

পরে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসুন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে পুলিশ ও নির্বাহী মেজিস্টেট্র মেজিস্ট্রেট পাঠিয়ে দিয়ে  ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধে অংশ নেওয়া কর্মহীন দিনমজুররা জানান, গত ২৬ মার্চ ‘সাধারণ ছুটি’ শুরুর পর থেকেই কারো কাছে গেলে করোনার ভয়ে কেউ কাজ দেন না।

এছাড়া রিকশা, ভ্যান ও ইজিবাইকসহ কোন যানবাহন নিয়ে রাস্তায় বের হলেই টায়ারের হাওয়া ছেড়ে দেওয়াসহ মারধর করা হয।অনেকেই ঋণ করে সংসার চালাচ্ছেন জানিয়ে তারা অভিযোগ করেন, এ অবস্থায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের সাথে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোন ত্রাণ পাননি তারা।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য