বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহঃ সাংগঠনিক সম্পাদক, জুলাই গণঅভ্যুতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আন্দোলনকারী মামুন খানকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা হয়েছে।
শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ং ওয়ার্ড খানাবাড়ি নামক স্থানে মুতাসিম ফুয়াদ হৃদয়ের বাড়ীর সামনে হৃদয় ১০/১২ জন সন্ত্রাসী মিলে মামুন খানকে অতর্কিত হামলা করে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে ঘটনাটি অবগত করেন।
পরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মো. বুলবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ও সঙ্গীও ফোর্স সহ ঘটনাস্থলে যায়।
উক্ত অভিযোগের সত্যতা যাচাই ও তদন্ত সাপেক্ষে হৃদয়ের বাড়ি গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। হৃদয়ের ছোট ভাই কে আটক করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বুলবুল ইসলাম বলেন, উক্ত ঘটনার তদন্ত চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে ঘটনাটি সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য