ভাঙ্গায় ছিনতাইর অভিযোগ করায় যুবলীগ নেতার নেতৃত্বে ১৫ বাড়ি ভাংচুর

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ০১:০১:০০
  • কপি লিঙ্ক

ওয়াজ শুনে বাড়িতে ফেরার পথে রাতের আঁধারে ছিনতাইয়ের শিকার হয়ে থানায় অভিযোগ করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামের ইউনিয়ন যুবলীগের সভাপতির নেতৃত্বে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ১৫টি বাড়ি ভাংচুর লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত তিনদিন আগে চুমুরদী ইউনিয়নের মহিলা মাদরাসায় ওয়াজ মাহফিল থেকে স্ত্রী নিয়ে দেলোয়ার মীনার ছেলে আনোয়ারসহ চারজন নিজের বাড়ি শরীফাবাদ গ্রামে ফিরতে ছিলেন।  পথিমধ্যে গ্রামের টুটুল মাস্টারের বাড়ির সামনে রাত নয়টার দিকে এলাকার আলামিন ও নাজমুলসহ বেশ কয়েকজন মিলে তাদের উপর হামলা চালিয়ে মোবাইল, গলার চেইনসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 
এ ঘটনায় দেলোয়ার মীনা থানার অভিযোগ দায়ের করলে প্রাথমিকভাবে বিষয়টি সামাজিক বিচারের মাধ্যমে মীমাংসার জন্য  স্থানীয় মসজিদের ইমাম হাফেজ দেলোয়ার হোসেন দায়িত্ব নেয়

সিদ্ধান্ত হয় আগামী রোববার গ্রাম্যশালীস এবং  উভয়পক্ষকে শান্তির লক্ষ্যে নিজ নিজ অবস্থানে থাকবে। কিন্তু বিষয়টি দেলোয়ার মীনার লোকজন মেনে নিলেও ইউনিয়ন  যুবলীগ নেতা জুলহাস শেখের লোকজন শালিস মেনে নিলেও  বৃহস্পতিবার সকালে দেশীয়  অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেলোয়ার মীনাসহ এলাকার বিভিন্ন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় অভিযোগ ভুক্তভোগীদের। আহত গর্ভবতী নদী আকতার, আজাদ, শওকত মীনা, মুরাদকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
 ঘটনার পর কোট এলাকায় থমথমে  অবস্থা কাজ করছে। পুন: সংঘাতের আশঙ্কা বিরাজ করছে গোটা এলাকায়।

ঘারুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জুলহাস শেখ ঘটনা অস্বীকার করে জানান গ্রামের দলাদলিতে আমার নামটি জরানো হয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িত নয় বলে তিনি দাবি করেন। 

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান বলেন, হামলার ঘটনা ঘটেছে এমন কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবে পুলিশ। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য