লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি দেশী প্রজাতির গাভীর পেট থেকে একসাথে দুটি বাছুর প্রসব করেছে। বাছুর দুটি এক নজর দেখার জন্য এলাকার আশেপাশের শত,শত উৎসক জনতা ভীড় জমান।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী বটতলা এলাকার কৃষক আক্কাস আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় কৃষক আক্কাস কাজ করার সুবাদে জমিতে যায় হঠাৎ তার পালিত গাভীটির প্রসব ব্যথা শুরু হলে তার স্ত্রী খবর দেয়। সে এসে দীর্ঘক্ষণ যাবত চেষ্টা করে কোনরুপ চিকিসৎক ছাড়াই তার গাভীটির গর্ভ থেকে দুটি সাদা কালো একটি ষাড় ও অপরটি বকনা বাছুর প্রসব করে। বর্তমানে গাভী ও বাছুর দুটি সুস্থ্য আছে এবং মায়ের দুধ পান করছে।
গাভীর মালিক আক্কাস আলী জানান, ২ বছর পূর্বে স্থানীয় একটি বাজার থেকে ৫০ হাজার টাকা দিয়ে একটি বাছুর ক্রয় করে এনেছি। তারপর লালন-পালন করে যখন বড় হয়েছিল প্রথম অবস্থায (সিমেন্ট) বীজ দেই। তখন একটি বকনা বাছুর হয়েছিল। এখন ২য় বার প্রসব করল।
তিনি আরও জানান, বাছুর দুটি আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে তার ভাগ্য বদলে যাবে। বর্তমানে তার একটি বাছুর থেকে ৪টিতে রুপান্তরিত হয়েছে।
মন্তব্য