ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারের বণিক সমিতির আয়োজনে ধর্মীয়, ব্যবসায়ী, সুধীজন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ডিসেম্বর ২৪) বিকেলে গোপালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সম্মুখে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন অর রশিদ।
তিনি বলেন, উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি সকল ধরণের অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি অারও বলেন, ইভটিজিং, বাল্য বিবাহ,মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। চুরি-ডাকাতি রোধ করতে ইউনিয়ন ভিত্তিক প্রতিটি হাট বাজার, গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করতে হবে । পুলিশ টহল জোরদারের বিষয়টি আশ্বস্ত করেন তিনি।
এ সময় গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও গোপালপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশিষ্ট সমাজ সেবক মোনায়েম খান, বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, , ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, বাজার বণিক সমিতির অর্থ সম্পাদক শাহাজাহান মিয়া প্রমুখসহ অনেকে।
মন্তব্য