গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • গাইবান্ধা প্রতিনিধি 
  • রবিবার, ২৬ মে ২০২৪ ১২:০৫:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেড় বছর বয়সী ছামিরা আক্তার নামের এক শিশু বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। আজ। শনিবার (২৫ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ছামিরা আক্তার ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, ওই সময় ছমিরা আক্তার খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে বাড়ির টিউবওয়েল সংলগ্ন বালতির পানিতে ডুবে এ শিশুটি মারা যায়।

এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন আকন্দ বলেন, এলাকায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের দুর্ঘটনায় সবার সাবধানতা অবলম্বন করা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য