ফরিদপুরের সদরপুরে সমাপ্ত হলো উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ। ২৯ মে বুধবার অনুষ্ঠেয় সদরপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজন করা হয় প্রশিক্ষণের।
প্রথম দিন ১৮ মে শনিবার উপজেলা দরবার হলে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ দিন বিকেলে উপজেলা পরিষদ দরবার হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার পিএএ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমদ।
১৯ মে শেষদিনে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান এবার ৪৫০টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের তীব্র গরমের কারণে অসহনীয় পরিবেশ লক্ষ্য করা গেছে।
মন্তব্য