ফরিদপুরের সদরপুর উপজেলার চরআড়িয়াল খাঁ এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার (২৩ মার্চ) সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাবর আলী মল্লিকের কান্দি এলাকার মৃত আজিত মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩০) ও একই এলাকার আ. গণি শেখের ছেলে সোহেল শেখ (৪০)।
এর আগে, শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরআড়িয়াল খাঁ এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য