গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪

  • অনলাইন
  • বুধবার, ২০ মার্চ ২০২৪ ০৭:০৩:০০
  • কপি লিঙ্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আজ বুধবার (২০ মার্চ) অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কমলা খাতুন (৬৫)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। কমলা খাতুন শরীরের ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

ডা. তরিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন ও মশিউরসহ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন ৮–১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ১৩ মার্চ (বুধবার) সন্ধ্যায় কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য