ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা টু ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০), অপরজন ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জানান, নিহত সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালক। ঘটনার দিন রাতে দুইজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিল সিরাজুল ইসলাম। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যান। এই ঘটনায় আহত হয়েছে অপর মোটরসাইকেল যাত্রী।
মন্তব্য