জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, শিক্ষকতার পাশাপাশি, অন্যান্য প্রশাসনিক কাজ সামলিয়ে যারা এই মহৎ কাজ করেছেন তাদের অভিনন্দন জানাই৷ তাদের সৃজনশীল মনমানসিকতা পরিচয় এতে পাওয়া যায়। আবৃত্তি সংসদের সাথে সংশ্লিষ্ট তাদের কেও একাজে উৎসাহ জানান তিনি৷
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরী সম্পাদনাকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বইটির মধ্যে আবৃত্তির অনেক কবিতা সংকলন করা হয়েছে। যা আবৃত্তিপ্রেমীদের পছন্দ হবে বলে আমি মনে করি৷ এছাড়াও ভাষার মাস হিসেবে শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ পাঠ নিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম শুরু করার জন্য উনাদেরকে আহ্বান জানান তিনি৷
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আবৃত্তি সংসদ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থটি সম্পাদনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।
মন্তব্য