আশাশু‌নি‌তে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

  • অনলাইন
  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০২:০২:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরার আশাশুনিতে ব্যাটারিচালিত অটোরিকশাতে পিকআপভ্যানের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন- খুলনার পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম।
এছাড়া আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, তার স্ত্রী রেশমা খাতুন এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির। আহতরা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আশাশু‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দুই চালকের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটক করতে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য