গলা কেটে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  • অনলাইন
  • বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ০৩:০১:০০
  • কপি লিঙ্ক

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মানিক মিয়া ব্যাপারী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাদিয়া আফরিন রিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মানিক মিয়ার। পরে তারা বিয়ে করেন। তবে প্রায়ই সাংসারিক বিষয়ে ঝগড়াবিবাদ হতো। মানিক তার স্ত্রী রিতাকে শারীরিক-মানসিক নির্যাতন করতেন। ২০১৩ সালের ১২ জানুয়ারি রিতার বাবাকে মোবাইলে কল করে মানিক বলেন, তাদের মেয়ের খুব জেদ। দুদিন ধরে রিতা বাসায় আসেনি। তার কিছু হলে মানিক দায়ী থাকবেন না। এরপর থেকে মানিকের মোবাইল বন্ধ পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, পরে ১৪ জানুয়ারি রিতার মা ঢাকায় মানিকের বাসায় গিয়ে দরজায় তালা দেওয়া দেখতে পান। পরে ঢাকায় আত্মীয়স্বজনের কাছে মেয়ের খোঁজ করেন। ১৭ জানুয়ারি পুলিশ তাকে জানায়, রিতা ঢাকায় তার বাসায় মারা গেছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। মর্গে গিয়ে রিতার মুণ্ডুবিহীন শরীর দেখতে পান। তার ডান পায়ের উরু ও হাঁটুর নিচে এবং ডান হাতের বগলের ওপরে গুরুতর জখম। পরে লোকমুখে জানতে পারেন, রিতার বাসা থেকে দুর্গন্ধ আসছে। মিরপুর থানা পুলিশকে জানালে তারা ফ্লাটে ঢুকে বাথরুম থেকে মুণ্ডু উদ্ধার করেন। ওই বছরের ১৭ জানুয়ারি রিতার বাবা মতিয়ার রহমান এ ঘটনায় মিরপুর থানায় মামলা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য