সালথায় শীতের হাওয়ায় দোল খাচ্ছে সরিষার ফুল

  • আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর):
  • রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ০৪:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় শীতের ঠান্ডা হাওয়ায় দোল খাচ্ছে সরিষার হলুদ ফুল। সরিষার ক্ষেতে ফুটেছে ফুল। ফুল থেকে সরিষার ফল তৈরি হচ্ছে। এতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। সরিষার ফুল ও ফল দেখে হাসি ফুটে উঠছে কৃষকের মূখে। 

উপজেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ, মুসুরি ও গমের পাশাপাশি জমিতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখা গেছে। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে।

উপজেলার সালথা গ্রামের মোকছেদ মোল্যা ও শাহজাহান খা জানান, গত বছরের চেয়ে এবার সরিষা খুব ভালো হবে। এখন সরিষার ফুল শেষে বড় বড় বীজ দেখা যাচ্ছে জমিতে। তবে বৃষ্টি না হলে ফলন ভালো হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে ফলনে সমস্যা হতে পারে।

গট্টির রমজান নামে আরেক চাষি জানান, অন্যান্যে ফসলের পাশাপাশি এবছর সরিষার ক্ষেত ভালো হয়েছে। আবহাওয়া যদি সরিষা ক্ষেতের অনুকূলে থাকে তাহলে বাম্পার ফলনের আশা করছি। সেই সাথে এ বছর যদি সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন।

সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন,  এবছর সালথা উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ক্ষেতে সরিষার গঠন খুব ভালো দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে এবার ফলন খুব ভালো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য