সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

  • সদরপুর অফিস :
  • সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ০৪:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধারে করণীয়, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ, কিশোরগ্যাং-এর তৎপরতা রোধ, সন্তান কর্তৃক পিতা-মাতাকে লাঞ্ছনার মত পারিবারিক অসহিষ্ণুতা রোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।  

সোমবার ১৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ  সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,  উপজেলা সমাজ সেবা অফিসার কাজী শামীম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য