ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

  • অনলাইন
  • সোমবার, ০৮ জানুয়ারী ২০২৪ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সদরের আউটপাড়া এলাকায় ড্রামট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ছাড়া আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য