জামালপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকসহ নিহত ৩

  • অনলাইন
  • মঙ্গলবার, ০২ জানুয়ারী ২০২৪ ০৯:০১:০০
  • কপি লিঙ্ক

জামালপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর তিন যাত্রী। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াভাসাটি গ্রামের খোকন মিয়া (৫০), শেরপুরের মুন্সিরচর এলাকার মো. মোজাফ্ফর হোসেন (৫০) ও নন্দীরবাজার এলাকার সিএনজিচালক আরমান মিয়া (৪০)।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজার এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক ও দুই যাত্রী মারা যান। এ সময় ওই সিএনজিতে থাকা অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য