চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে পর্যটকবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা সকলেই লেগুনার যাত্রী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের উত্তর হারবাং কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪জন হলেন- উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রিদোয়ান, পূর্ব বৃন্দাবন সামাজিক পাড়ার রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাং বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও একই ইউনিয়নের সামাজিক পাড়ার মো. বাদশার ছেলে জয়নাল আবেদীন। আহত চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, সকালে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস মহাসড়কের চকরিয়া উত্তর হারবাং এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি লেগুনার সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় লেগুনার চার যাত্রী। আহত হয় ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে। চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য