নগরকান্দায় আ'লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ০৪:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর  সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে এ নির্বাচনী পথসভা সভা  অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা কাজী শাহ জামান বাবুল, ইউনিয়ন আওয়ামী সভাপতি কাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্করসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পথসভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের এক হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতা স্বপক্ষের প্রতীক ও সংসদ উপনেতা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতীক নৌকার পক্ষে কাজ করে বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য