পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

  • অনলাইন
  • শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর কামরাঙ্গীরচরে বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে বাংলাদেশের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নার্সারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সুজনের বড় ভাই রাসেল বলেন, আমার ছোট ভাই দর্জির কাজ করতো। বিজয় দিবস উপলক্ষে রাতে বাসার ছাদে পতাকা টানানোর সময় বিদ্যুতের লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি বরিশালে। কামরাঙ্গীরচর নার্সারি মোর ৪ নম্বর গলি এলাকা একটি বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য