সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • সদরপুর অফিস:
  • শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ০৬:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে জাগ্রত সদরপুর শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে  আলোক শিখা প্রজ্জ্বলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয় ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, সদরপুর থানা ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সদরপুরের সাবেক কমান্ডার আ: গফ্ফার মিয়াসহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ॥

অনুষ্ঠান শেষে সদরপুর শিল্পকলা একাডেমীর সংগীত ও বাচিক শিল্পীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য