ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কার্যের সাড়িবদ্ধ সিড়ি ও রেলিং জুড়ে মোমবাতি প্রজ্জলন করা হয়। এর আগে উক্ত উন্মুক্ত ময়দানে দাড়িয়ে শহীদ বুদ্ধিজিবীদের স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বিথীও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শিক্ষক মোজাহারুল হক, শেখ মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক আব্দুস সবুর মোল্যা প্রমূখ। সভাশেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্নার মাগফেরাত ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আশিকুর রহমান।
মন্তব্য