ফরিদপুর-২: নৌকার মাঝি হলেন লাবু চৌধুরী

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় এ মনোনয়ন ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বিকাল  সাড়ে ৪টার দিকে মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর মেহেরবানীতে বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে ফরিদপুর-২ আসনে নৌকার টিকেট আমাকে দিয়েছেন। আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার মায়ের (সৈয়দা সাজেদা চৌধুরী) ও আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি।

দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ৮জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৭জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর বুধবার এ তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য