লেবু গাছের সঙ্গে ঝুলছিল দিনমজুরের মরদেহ 

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

একটি লেবু গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো মো.  আঃ সাত্তার (৬০) নামে ফরিদপুরের সালথার এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বার ভাগিয়া এলাকা থেকে ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়। 

দিনমজুর আঃ সাত্তার ফরিদপুরের সালথা উপজেলার তুঘলদিয়া এলাকার মৃত কিতাবদী কারিকরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ফরিদপুরের কানাইপুরের শ্রমিকের হাট থেকে লোকমান হোসেন নামে এক ব্যক্তি গৃহস্হালির কাজ করাতে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে ৬ দিন কাজও করছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ বাড়ির পাশের একটি লেবু গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায়। 

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি ঋণগ্রস্ত ছিলেন বলে জানা যায়। এ কারণে তিনি বাড়ি থেকে কাউকে না জানিয়ে শ্রমিকের হাটে দিনমজুরের কাজে বিক্রি হয়েছিলেন বলে স্থানীয়দের দাবি।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য