গ্রামগঞ্জে পায়ে হেঁটে এমপি লাবু চৌধুরীর গণসংযোগ

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ ০১:১১:০০
  • কপি লিঙ্ক

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে  গ্রামগঞ্জে পায়ে হেঁটে গণসংযোগ করেছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। 

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে  উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, নুরুজ্জামান টুকু ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহাজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা সৈয়দ মাহমুদ সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠণের কয়েকশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগকালে এমপি লাবু চৌধুরী আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরেন। সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে শেখ হাসিনার নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য