ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যার যার ধর্ম, সেই সেই পালন করবে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে। এ দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের নাগরিকের। আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশে সম্প্রীতি বজায় থাকে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার।’
শনিবার বিকাল থেকে মধ্যেরাত পর্যন্ত সালথা উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শণকালে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেজন্য দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শহীদুল হাসান খান সোহাগ, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, সহসভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাংগঠণিক সম্পাদক প্রল্লাদ কুমার শীলসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য