দিনাজপুর-৬ আসনে উন্নয়নের  চমক দেখাতে চান আলতাফুজ্জামান মিতা

  • মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
  • রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনের উন্নয়নে নতুন চমক দেখাতে চান আলতাফুজ্জামান মিতা। এজন্য তিনি দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।

আলতাফুজ্জামান মিতা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় পরিবর্তন হয়েছে। আর এই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসাবে তুলে ধরেছেন।” আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে উল্লেখ করে তিনি দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশা করেছেন। তিনি আরো বলেন, ৭৫ পরবর্তী দুঃসময়ে তিনি কারা নির্যাতিত হয়েছিলেন এবং দলের জন্য অদম্য সাহসীকতার সহিত নানান ক্ষেত্রে আত্মত্যাগ করেছেন। এজন্য দল তাকে যথার্থ মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, দিনাজপুর জেলা পরিষদ সদস্য একরামুল হক, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রুহুল আমিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাবেকুল ইসলাম, দিওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য