পটুয়াখালী-১ আসনের এমপি শাহজাহান মিয়া আর নেই

  • অনলাইন
  • শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ০৯:১০:০০
  • কপি লিঙ্ক

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া আর নেই। 

আজ শনিবার ভোর ৬ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বমহল ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
শাহজাহান মিয়া পটুয়াখালী পৌর সভার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের টানা দুই যুগেরও বেশি সময়কাল সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং পটুয়াখালী-১ আসনের তিনবারের এমপি ছিলেন। পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য