প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে মেয়ের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে গর্ভধারিনী মা। সোমবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার মা ঝুমা কর্মকার (৪৪) বগুড়া শেরপুর থানার শিবদাস কর্মকারের স্ত্রী। ঘাতক মেয়ে সিথি (২১) ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মা ঝুমা সরকার ও মেয়ে সিঁথি সরকার শেরপুর হতে ঢাকা যাবার জন্য একটি বাসে ওঠেন। বাসটি সিরাজগঞ্জ জেলার চন্দাইকোনা বাসষ্ট্যান্ড এলাকায় থামলে মেয়ে সিথি বাস থেকে নেমে যায়। এসময় মা ঝুমা কর্মকার বাস থেকে নেমে মেয়েকে জিজ্ঞেস করে কেন বাস থেকে নামলে? এ কথা বলার পরই মেয়ে সিথি ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে এবং মায়ের বাম পাশে বুকের নিচে সেই চাকু দিয়ে আঘাত করে। এতে মায়ের রক্তাক্ত দেহ মহাসড়কে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক মেয়েটিকে আটক করেছে।
তবে ঝুমা সরকারের স্বজনরা বলছেন, সিথির সাথে বগুড়া শেরপুর থানাধীন সামিট স্কুলের এক শিক্ষকের সাথে দীর্ঘ চার বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। এই সম্পর্ক মা ঝুমা কর্মকার মেনে না নেয়ায় সিথি ক্ষুদ্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রায়গঞ্জ থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, ঘাতক মেয়ে সিথিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসবাদে সিথি স্বীকার করেছে ওই শিক্ষকের সাথে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ক্ষুদ্ধ হয়ে সে তার গর্ভধারিনী মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য