খাদ্যে বিষক্রিয়ায় জবি শিক্ষার্থীর মৃত্যু

  • অনলাইন
  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ০৫:১০:০০
  • কপি লিঙ্ক

খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সোহেল রানা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, আমাদের বন্ধু সোহেল আজ সকালে মারা গেছেন। তিনি আমাদের সঙ্গে রোববার ও ক্লাস করেছেন। এরপরে রুমে গিয়ে বলে তার ফুড পয়জনিং দেখা দেয়। অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন হাসপাতালেই তার মৃত্যু হয়।

আরেক সহপাঠী পারভেজ মিয়া বলেন, সোহেল দু-তিন দিন ধরে অসুস্থ ছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঠিক কী কারণে মারা গেছে তা আমরা বলতে পারছি না। তার ফুড পয়জনিং ও পেটে ব্যথা ছিল। রিপোর্টগুলো দেখলে হয়তো বলতে পারব।

সোহেলের মামাত ভাই রাইয়াদ বলেন, আমি গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ছিলাম, তখনও তার স্বাভাবিক অবস্থায় ছিল। সকালে শুনি সোহেল মারা গেছেন।

বিভাগের চেয়ারম্যান শারমিন আখতার বলেন, আমি সকালে শুনেছি আমাদের শিক্ষার্থী সোহেল মারা গেছে। আমরা এই মৃত্যু কখনই কামনা করি না। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

জানা যায়, সোহেল রানার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে। মৃত্যুর পর সোহেলের মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। সন্ধ্যার পর মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছায় তার সহপাঠীরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য