পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

  • অনলাইন
  • মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ০৫:১০:০০
  • কপি লিঙ্ক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পুকুরে পড়ে রবিউল হাসনাইন নিয়াদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মহল্লায় এ ঘটনা ঘটে।

রবিউল হাসনাইন নিয়াদ একই এলাকার হোটেল ব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সবার অজান্তে কোনো এক সময় নিয়াদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য