বাংলাদেশ আওয়ামী যুবলীগ নওগাঁ জেলা শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম তরফদার সেলিম। এছাড়া পৌর, বিভিন্ন উপজেলার যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য সংগ্রহের বই তুলে দেওয়া হয়।
মন্তব্য