গাজীপুর কালিয়াকৈরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর তুরাগ নদী থেকে আনোয়ার হোসেন (২৮) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ নদীর কোনাবাড়ি এলাকায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ার গাজীপুরের জয়দেবপুর থানার পাইনশাল গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুর থেকে ১০-১৫ জন বন্ধু মিলে নৌকা ভ্রমণে তুরাগ নদীতে যান আনোয়ার। ভ্রমণ শেষে রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকায় নাচ গানের এক পর্যায়ে আনোয়ার পানিতে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা উদ্ধার কাজ চালিয়েও কোনো সন্ধান মিলেনি। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল উদ্ধার কাজ বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, নদীতে পানির স্রোতে ভেসে যাওয়ায় ওই যুবকের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।
এদিকে বোরবার সকালে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাফসান মোল্লা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য