না ফেরার দেশে চলে গেলেন কানাইপুরের সিকদার বাড়ির পুত্রবধু

  • আবু নাসের, ফরিদপুর :
  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের কানাইপুরের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির পুত্রবধু, শহীদ পরিবারের সন্তান, সাংবাদিক প্রবির সিকদারের ছোটভাই সুবির সিকদারে স্ত্রী চন্দনা সিকদার (৫২) আর নেই (দিব্যান লোকান স্ব গুচ্ছুত:)।

বৃহস্পতিবার সকাল ৯টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টানা ৭ দিন পর তিনি জগতের মায়া ত্যাগ করে পরলোকে পারি জমালেন। মৃত্যুকালে স্বামী সুবির সিকদার, এক পুত্র সুপন সিকদার স্ট্যাটেট ইউনির্ভারসিটিতে জার্নালিজমে অধ্যায়নরত এবং এক কন্যা দিসা সিকদার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিত বিভাগে অধ্যায়নরত রেখে গেছেন। এছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিকদার বাড়ির পারিবারিক শ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। এই মৃত্যুর খবরে ফরিদপুরের সুধী সমাজ ও কানাইপুরের সর্বস্থরের মানুষ সিকদার বাড়িতে উপস্থিত হয়ে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য