বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক নৌকা জনগণের ভাগ্যে উন্নয়নের প্রতীক বলেই আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারায় রাজনৈতিকপরিবেশের সৃষ্টি হয়। উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়নের মধ্যে দিয়ে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার কাজী জাফর উল্ল্যাহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় তার নির্বাচনী প্রচার প্রচরনার অংশ হিসেবে চুমুরদী ইউনিয়নের সাধারণ জনগণের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর নৌকা আওয়ামীলীগের আদর্শ উল্লেখ করে নিজের নির্বাচনী এলাকা ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসনের নৌকার প্রেমীদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কখনও নৌকার বিপক্ষে অবস্থান করতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আওয়ামীলীগের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, বিএনপি জামায়াত ও স্বাধীনতা বিরোধীরা শক্তিরা দেশের মধ্যে জঙ্গীবাদের রাজনীতি কায়েম করার লক্ষে আওয়ামীলীগ সরকারের পিছু লেগেছে। তারা দেশের মধ্যেই নয় বিদেশের মাটিতেও বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যে নিয়ে হিংস্র রাজনীতি শুরু করেছে। তারা যায় শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বিদেশীদের নগ্ন হস্তক্ষেপের মধ্যে দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার। কিন্ত দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার সাথে আছে।
আওয়ামীলীগ সাধারণ জনগণকে সাথে নিয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে। কোন বিদেশীদের রক্ষুচক্ষুর ভয়ে সংবিধানের বাইরে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। বঙ্গবন্ধুর নৌকা জনগণের ভাগ্যের উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি নির্বাচনী এলাকার সকল জনগণকে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করার আহ্বান জানিয়ে বলেন, যদি কেউ বঙ্গবন্ধুকে ভাক বাসেন তাহলে তারা কখনও নৌকার বিপক্ষে অবস্থান করতে পারে না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন,সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জান রাজা, চুমুরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মাতুব্বরসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
মন্তব্য