দুইশত শিক্ষার্থীর জন্য নেই পানি-বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থা

  • ডেস্ক
  • মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রঘুনন্দনপুর আবেদ খান বুনিয়াদি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশজন শিক্ষার্থী থাকলেও নেই বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুত ও টয়লেটের ব্যবস্থা। মানবেতর শিক্ষা গ্রহণ করছেন কোমলমতি শিশুরা। দীর্ঘ অনুসন্ধানে উঠে আসে এমনই তথ্যচিত্র।

জানা যায় ১৯৮৮ সালে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৩৫ বছর ধরে একটি এনজিও সংস্থা সহ বিভিন্ন সহযোগিতার অর্থায়নেই এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আসছে। পৌর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এমন পরিস্থিতি নিজ চোখে না দেখলে বিশ্বাস না হওয়ারই কথা খুড়িয়ে খুড়িয়ে চলছে এই প্রতিষ্ঠানটি। প্রায় ৫০ শতক জমির উপরে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিশু শ্রেণী থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে ৬ টি টিনশেড রুম। প্রখর রোদের তাপ ও বৈরী আবহাওয়াতে আলোর স্বল্পতায় শিক্ষা গ্রহণ করা কঠিন অবস্থা। দুইশো জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চারজন মহিলা শিক্ষিকা। যাদের মাসিক বেতন ২৫০০ থেকে ৩ হাজার টাকা মাত্র।

এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকরা বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ভূমিকা রেখেছেন আমাদের দাবি জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানের দিকে সু-নজর দিলে এই প্রতিষ্ঠানটি পরিপূর্ণ প্রাণ ফিরে পাবে এবং প্রতিষ্ঠান টি জাতীয়করণের দাবি জানান তারা।

এ বিষয়ে বর্তমান স্কুল কমিটির সভাপতি আক্কাস হোসেন এই প্রতিবেদককে বলেন, আমরা বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি লাইব্রেরির কাজ চলমান বিদ্যুতের সমস্যা সমাধান করবো।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য