পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধে চাচা মোতালেব মৃধার হাতে ভাতিজা মো. আল-আমিন মৃধা (৩০) খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন মাধবপুর গ্রামের শানু মৃধার ছেলে।
নিহতের বাবা শানু মৃধা জানান, পৈতৃক জমি নিয়ে হামলাকারীদের সঙ্গে বিরোধ চলছিল। বছর দুই আগে তার ভাই মোতালেব মৃধা সেনাবাহিনী থেকে অবসরে আসলে এ বিরোধ চরমে পৌঁছায়।
নিহতের ভাই শামীম মৃধার অভিযোগ, শনিবার শেষ বিকালে নিজ বাড়ি থেকে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। কিছু দূর যেতেই তার ভাইয়ের চিৎকার শুনতে পান। কাছে গিয়ে দেখেন তার চাচা মোতালেব মৃধা, জাফর মৃধা, চাচাতো ভাই লাবিব মৃধা, মামুন, জাহিদ মৃধা এবং তাদের সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে তার ভাই আল-আমিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করছে। এ সময় শামীম ভাইকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকেও আহত করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা ক্ষান্ত হয়।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, জমি সংক্রান্ত ঘটনায় একটি হতাহতের ঘটনা ঘটেছে।দোষীদের আটকের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য