ছেলের ওষুধ কিনতে বের হয়ে বাবা নিখোঁজ, তিন দিন পর লাশ উদ্ধার

  • অনলাইন
  • শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৯:০০
  • কপি লিঙ্ক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের তিন দিন পর বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি উপজেলার পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে। গত মঙ্গলবার থেকে আনোয়ার নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে স্থানীয় সারমারা বাজারের উদ্দেশ্যে রওনা হন আনোয়ার হোসেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। তিন দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার সন্ধান করেও পাননি। আজ সকালে বিলে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আনোয়ারের লাশ শনাক্ত করেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। তার সঙ্গে কী হয়েছিল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য