রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরানে আবু সামা অপু (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, পরিবারে সকলের অগোচরে কোনো এক সময় ওই যুবক গলায় ফাঁস দেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুর রউফ বলেন, আমার ছেলে ওষুধের দোকানে কাজ করত। তার বেতনেই আমাদের সংসার চলত। আমি হার্টের রোগী। আজ দুপুরে আমি নামাজ পড়তে মসজিদে যাই, ওর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল, ছোট মেয়ে গোসলে ছিল।
এই সুযোগে ঘরের সিলিংফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় অপু। ওর মা রুমে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নামিয়ে থানায় খবর দেয়।
খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে আমরা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই।
সেখানে ওই যুবককে বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, ওই যুবক কী কারণে গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য