দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২৩ আগস্ট) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ।
ছাত্রলীগের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে ইসমাইল জবিউল্লাহকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।
জানা যায়, গত ১১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরধরে সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজের উপর হামলা চালায় বহিস্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ। এতে আহত হয় ফিরোজ খাঁন রাজ। পরের দিন ছাত্রলীগের জেলা কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারন দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাব দেন ইসমাইল জবিউল্লাহ। তার জবাবে সন্তষ্ট না হয়ে তাকে আজ বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। সেই সাথে কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ীভাবে বহিস্কারের সুপারিশ করা হয় ।
মন্তব্য