শোক দিবসে সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 
  • মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ ০৭:০৮:০০
  • কপি লিঙ্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের হাজারও নেতাকর্মী বৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য