চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত 

  • চরভদ্রাসন  প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ ০৬:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ খ্রি. পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী পেশ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় এমপি’র প্রতিনিধি দল, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা আ’লীগ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাব-রেজষ্ট্রি অফিস, পল্লি বিদ্যুৎ অফিস, আনসার ও ভিডিপি কার্যালয়।

শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে উপজেলা স্বাধীনতা চত্তর থেকে শোকর্ রালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা। দিবসটির বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, শিক্ষক মিরিন সুলতানা, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও ফখরুজ্জামান মাষ্টার প্রমুখ। সভাশেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে ঋণ বিতরণ সহ শিশুদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এছাড়া বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার শহীদ পরিবার বর্গের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য