বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এস, এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রস্তুতি সভায় ১৫ই আগষ্ট যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউ,পি চেয়ারম্যান, মেম্বর, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য