বাংলাদেশ উপজেলা পরিষদের গাড়ি চালকদের সমন্বয়ে গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সারাদেশের বিভিন্ন উপজেলা পরিষদের গাড়ি চালকদের সমন্বয়ে মতবিনিময় সভার মধ্যে দিয়ে তাদের একমিটি গঠন করা হয়।
মো. আবদুল করিমকে (মুরাদনগর কুমিল্লা) সভাপতি ও মো. লালনকে (বাঘা রাজশাহী) সাধারণ সম্পাদক ও মো. জসীম গাজীকে ( চাঁদপুর সদর) সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদদীন। সভাপতিত্ব করেন আবদুল করিম।
এছাড়া মো. শাহ আলম জীপ চালক উপজেলা পরিষদ নগরকান্দা, মো. শহিদুল ইসলাম সদরপুর উপজেলা মোহাম্মদ শাহিন শিকদার গাড়ি চালক উপজেলা পরিষদ ভাঙা, মো. আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ বালিয়াকান্দা, মোহাম্মদ সেলিম উপজেলা পরিষদ আলফাডাঙ্গা কামরুজ্জামান ডাবলু মধুখালী উপজেলা পরিষ মো. মনিরুজ্জামান উপজেলা পরিষদ সালথা, মো. আব্দুর রহমান গোয়ালন্দ রাজবাড়ী, মো. মজিবুর রহমান রাজবাড়ী সদর, মোহাম্মদ মামুনুর রশিদ শাহিন ত্রিশাল ময়মনসিংহ মোহাম্মদ তহিদুর রহমান উপজেলা পরিষদ বরিশাল সদর, মোহাম্মদ মাহবুবুর রহমান কাশিয়ানী গোপালগঞ্জ, মোহাম্মদ টুকু উপজেলা পরিষদ পাংশা মোহাম্মদ মামুন খলিফা উপজেলা পরিষদ ভাঙ্গা, মো. জুয়েল সরদার উপজেলা পরিষদ ভাঙ্গা, মো. সবুজ সাভার ঢাকা, মোহাম্মদ আলমগীর হোসেন রংপুর, মোহাম্মদ মাসুম আহাম্মদ আজাদ সিলেট ফেঞ্চুগঞ্জ, মো. টিটু আলম মাগুরা শালিকা, মো. ইমদাদুল ইসলাম বরগুনা, মো. রুবেল হোসেন মতলব চাঁদপুর, মো. রহমত আলী চাপাইনবাবগঞ্জ, আব্দুর রহমান জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জসহসহ অন্যানো উপজেলা পরিষদের গাড়ি চালকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার প্রধান সমন্বয়কারী ভাঙ্গা উপজেলা পরিষদের গাড়ি চালক মো. শাহিন মিয়া দৈনিক আজকের দর্পণকে জানান, আমরা সারাদেশে প্রায় পাঁচ শতাধীক গাড়ি চালক বিভিন্ন উপজেলায় কর্মরত রয়েছি। কিন্তু আমাদের বিবিধ সমস্যা তুলে ধরার জন্য কোন আপনজন নেই বলে সারাদেশের বিভিন্ন উপজেলায় কর্মরত গাড়ি চালকদের সমন্বয় করে বাংলাদেশ উপজেলা পরিষদের গাড়ি চালকদের কেন্দ্রীয় সমিতির কমিটি গঠন করা। আশাবাদী আমরা আগামী দিনে আমাদের জন্য নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলে আমাদের প্রাণের দাবীগুলো সরকার প্রধান ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে তুলে ধরবেন। এ সময় তিনি আরও বলেন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন বছর মেয়াদি কমিটির তাদের দায়িত্ব পালন করবেন।
মন্তব্য