ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের মারধরে সোহেল মিয়া (১৯) নামেi এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২১ মে) দুপুরে উপজেলার সরিষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল (অটোরিকশাচালক) সরিষা ইউনিয়নের গুইল্লাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে।
অভিযুক্ত ময়নাল মিয়া সরিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হাসেমের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সোহেল মিয়া সরিষা বাজারে অটোরিকশায় করে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় ময়নাল মিয়ার পায়ে তার অটোরিকশার ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ময়নাল চালক সোহেলকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে যান।
পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য