চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • চরভদ্রাসন প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব ফরিদপুর এর যৌথ আয়োজনে বুধবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষ্যে এক আলোচনা সভা করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ জয়নুল আবেদীন ও সাধারন সম্পাদক আসলাম বেপারী।

"নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী"  মূল প্রদিপাদ্য বিষয় নিয়ে  প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক টিটু এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফায়েত-উল হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন,  বীর মুক্তিযোদ্ধা খোকন হোসেন, চরভদ্রাসন বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্যবসায়ী রহমাতুল্লাহ দেওয়ান, মোফাজ্জল মাস্টার প্রমুখ। বক্তারা ভোক্তা অধিকার আদায়ের লক্ষে ব্যাপক আলোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য