পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। “ নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী ” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, মৎস অফিসার সাঈদ আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য