ফরিদপুর আবাসিক হোটেল কক্ষে খুনের ঘটনার আসামি আটক

  • ফরিদপুর প্রতিনিধি 
  • রবিবার, ০৮ জানুয়ারী ২০২৩ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে চাঞ্চল্যকর আবাসিক হোটেল কক্ষে খুনের ঘটনার আসামিকে আটক করেছে র‍্যাব।

জানা যায়, গত ২ জানুয়ারি ২০২৩ তারিখ শহরতলী  গোয়ালচামট  নতুন বাস স্ট্যান্ড "পথিক আবাসিক হোটেল''এর তৃতীয় তলার ১৭ নং কক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কুরশী গ্রামের আব্দুস সালাম খান(৫৯),নামের এক ব্যক্তির মৃত লাশ পাওয়া যায়।

এরপর র‌্যাব-৮, ফরিদপুর  হত্যাকাণ্ডের  তদন্ত শুরু করে তারি ধারাবাহিকতায় আজ  গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি  আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী  মৃরগী গ্রাম এলাকায় অবস্থান করছে। 

উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‌্যাব-০৮ বরিশাল (ফরিদপুর ক্যাম্প) উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পথিক আবাসিক হোটেলের কক্ষে বৃদ্ধ হত্যাকাণ্ডের মূল আসামি মো. আনিছ(৪০), পিতা- মৃত আমরেজ খান, সাং-মামুননগর, থানা-নাগরপুর, জেলা-টাংগাইল’কে গ্রেপ্তার করতে আটক করা হয়।

এ সময় আটক কৃত আসামির কাছ থেকে ১টি সীমকার্ড সহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ভিকটিমের হারিয়ে যাওয়া ২টি মোবাইলের একটি সিমসহ উদ্ধার করা হয়। আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য